Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নৌকার অফিস ও কর্মীর বাড়ি ভাংচুর, ৬ জন জেলে

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারে হামলায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ও কেন্দ্র সন্বয়কারীর বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) দিবাগত রাতে পৃথক দুটি হামলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন স্থানীয় চরবহর ভোট কেন্দ্রের সন্বয়কারী ইদ্রিস আলী (৪৫), তার স্ত্রী জাকিয়া সুলতানা (৩৫), ছোট ভাই ইব্রাহীম (২৫), ভাগ্নে আলী হোসেন (২৪), নৌকা প্রতীকের কর্মী জলিলসহ (৩৪) কমপক্ষে ১০ জন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরবহর ভোট কেন্দ্রের সন্বয়কারী ইদ্রিস আলী বলেন, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আব্দুল জলিল তথা নৌকা প্রতীকের জোয়ার দেখে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের কর্মীরা হতবিহবল হয়ে পড়েছে। তারা এতে ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গণসংযোগ শেষে সাতাখামাইর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বসে পরবর্তী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। এ সময় মোটরসাইকেল প্রতীকের কমপক্ষে ৪০ জন কর্মী সমর্থক অতর্কিতে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন।

ইদ্রিস আলী বলেন, ঘটনার আনুমানিক তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে সাতখামাইর বাজারের পাশে ওইসব হামলাকারীরা দা, রড ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী, ভাই, ভাগিনা ও পরিবারের অন্য সদস্যদের আহত করে।

নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, শ্রীপুরের ইতিহাসে অনেক ব্যক্তির নানা নির্বাচনে পরাজিত হওয়ার ঘটনা রয়েছে। কিন্তু মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে শ্রীপুর উপজেলায় নৌকা প্রতীকের পরাজয় ঘটেনি। উপজেলা পরিষদ নির্বাচনেও শ্রীপুরের জনগণ এর ব্যতিক্রম ঘটাবে না। এতে ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকেরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এর আগেও পুরো উপজেলায় গণসংযোগকালে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের ওপর মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকেরা বহুবার হামলা করেছে।

স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো সঠিক নয়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সাথে যুক্ত ৬ জনকে সাথেসাথেই গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগে যেসব হামলার ঘটনা ঘটেছে সেসব ঘটনায়ও অইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview