Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মান্দায় ৩ পদে বেসরকারিভাবে আ’লীগ প্রার্থীর জয়

সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে সরদার জসিম উদ্দিন ৬৭ হাজার ৮শ' ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম আহসান হাবিব আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮শ' ২৭ ভোট।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর দুইজন প্রার্থীর মধ্যে মোঃ আফজাল হোসেন হেলিকপ্টার প্রতিকে ২ হাজার ৪শ' ৭৮ ভোট এবং মোঃ আলতাফ হোসেন লাঙ্গল প্রতিকে ৩ হাজার ৭শ' ৮৪ ভোট পেয়েছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে গৌতম কুমার মহন্ত তালা প্রতিকে ৪৯ হাজার ৬শ' ৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক বাল্ব প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৩শ' ১৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা সিদ্দিকা রুমা ফুটবল প্রতিকে ৬৬ হাজার ২শ' ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরফানা বেগম ফেন্সি কলস প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৬১ ভোট।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলার ১৪ ইউনিয়নের ১০৮টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে উপজেলার বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের কঠোর নাজরদারী ছিল লক্ষ্যনীয়।

Bootstrap Image Preview