Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে মোশারফ হোসেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৯ হাজার ৯৯৮ ভোট পেয়ে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন মুসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার আলী মোল্যা পেয়েছেন ৬হাজার ১৩৮ভোট।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকের মোতালেব হোসেন মোল্যা ৭ হাজার ৬২৪ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের ফরিদা বেগম ১৭হাজার ৩৫৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ২২টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ২৪ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
                         

Bootstrap Image Preview