Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শত্রুতার আগুনে পুড়ল ২ গরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:১২ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে এক কৃষকের দু’টি গরু পুড়ে মারা গেছে। আগুনে গোয়াল ঘরটিও পুড়ে ছাই হয়েছে।

সোমবার (১৮ মার্চ) এ ব্যাপারে শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

কৃষক সাঈদুল ইসলাম জানান, উপজেলার তালতলী গ্রামের ছাইদুল ইসলামের গোয়াল ঘরে রবিবার রাতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বত্তরা। আগুন পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই গোয়ালে থাকা দুটি গরু আগুনে পুড়ে সেখানেই মারা যায় এবং গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়। গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভায়।

ধারণা করা হচ্ছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আগুনের এ ঘটনা ঘটিয়েছে।

কৃষক আরো জানায়, একই গ্রামের সবুজ, নুরুল ইসলাম ও শফিকুলের সঙ্গে জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে সাঈদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ইতোপূর্বে প্রতিপক্ষরা বিষ প্রয়োগে সাঈদুলের ২৮টি হাঁস হত্যা করে।

এ ছাড়াও তারা সাঈদুলের গবাধি পশুর খাবারের জন্য স্তুপ করে রাখা খড়েও আগুন দেয়। এ নিয়ে প্রতিপক্ষদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় একাধিকবার অভিযোগও দেয়া হয়।

তিনি বলেন, ধারণা করছি ক্ষিপ্ত হয়ে তারাই গত রাতে তার গবাদি পশুর থাকার জন্য ব্যবহৃত ঘরে (গোয়াল ঘরে) আগুন দেয়। এতে দুটি গরু আগুনে পুড়ে মারা যায়।

এ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। পশুর প্রতি নির্মমতার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview