Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরায়েলি সেনাদের হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview


ইসরায়েলের সেনারা গত বছর ফিলিস্তিনের গাজায় যে সহিংসতা চালিয়েছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।

সোমবার জাতি সংঘ এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধ।

জাতিসংঘের এ সংক্রান্ত একটি স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা ইসরায়েলি সেনাদের গাজায় নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে গোলাবারুদ ব্যবহারের প্রমাণ খুঁজে পেয়েছেন। গত বছর বিক্ষোভ চলাকালীন গাজা-ইসারায়েল সীমানা নির্ধারণকারী রেখায় দেশটির সেনাদের হামলায় অন্তত ১৮৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ওই তদন্ত কমিশন।

গত বছরের ৩০ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনাদের গোলার আঘাতে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। জাতিসংঘের কমিশনার কারি বেটে মুরুঙ্গি বলেছেন, ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লংঘন করে এই সহিংসতা চালায়।’

জাতিসংঘের কাছে পেশ করা ২৫২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে তিনি আরও বলেন, ‘দেশটির নিরাপত্তা বাহিনীর এসব সহিংসতা ও হামলার মধ্যে অনেকগুলোই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে। আর এসব অপরাধের তদন্ত অবশ্যই ইসরায়েলকে করতে হবে।’

জাতিসংঘের ওই কমিশনের চেয়ারম্যান সান্তিয়াগো ক্যান্টন বলেন, ‘ফিলিস্তিনের নিরস্ত্র বিক্ষোভকারীরা হুমকি না হওয়া সত্ত্বেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের নির্বিচারে হত্যা ও মারাত্মকভাবে আহত করেছে। তাদের গুলিতে নিহতদের এই তালিকায় আছে সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ শিশুরাও।

Bootstrap Image Preview