Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার চত্তরে এ  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুল হামিদ মক্কি, সাধারন সম্পাদক মো. আল আমিন, আরাফাত হোসেন, রফিকুল ইসলাম কাকন, এ্যাড. নাসির উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেকার শিক্ষিত যুবকদেরকে মাদকাশক্ত ও অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখতে বর্তমান সরকার যেই কর্মসূচি হাতে নিয়ে ছিল,  সেই ২ বছরে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালোই ছিলাম। আজ আমরা আবার বেকার হয়ে পরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ করা হোক।

মানববন্ধন শেষে তারা পাথরঘাটা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Bootstrap Image Preview