Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে আনন্দ র‌্যালি, কেক কাটা, কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সভাকক্ষের সামনে এসে শেষ হয়। পরে পরিষদের বিজয় সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুিষ্ঠত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

আরও উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি আবু আক্তার হোসেন খান ভুলু, সহকারী কমিশনার (ভূমি) ফতেমাতুজ জোহরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হক খান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সিরাজুল হক প্রমুখ।

Bootstrap Image Preview