Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে'

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে স্কুল-কলেজের পাশাপাশি খেলাধুলা, বইপড়া, সৃজনশীল শিক্ষা এবং নৈতিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি মাতা-পিতার ভূমিকা থাকতে হবে। 

শনিবার (১৬ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, লেখাপড়ার মাননোন্নয়ন হলেই প্রকৃত উন্নয়ন সাধিত হবে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে আমাদের উন্নয়ন হলেই চলবেনা শিক্ষা-দীক্ষায়ও আমাদের উন্নতি হতে হবে। বর্তমান সময়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না।

ছেলেমেয়েরা যাতে বিপথগামী না হয় সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন। 

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, শিক্ষাবীদ মনতোষ কুমার দে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
 

Bootstrap Image Preview