Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে আনোয়ার

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০১:৪৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview


আসন্ন ১৮ মার্চ পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে চরভদ্রাসন। প্রতিদিন নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত রয়েছেন উপেজলার সমাজসেবক জনগণের বন্ধু সর্বক্ষেত্রে পরিচিত (আনারস মার্কা) প্রতীকের মোঃ আনোয়ার আলী মোল্যাসহ বিভিন্ন প্রতীকের প্রার্থীরা।

এদিকে, ভোট চাইতে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সর্বত্র ব্যাপক গণসংযোগ করে চলেছেন ফরিদপুর-৪ আসনের এমপি’ মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) সমর্থিত আনারসের প্রার্থী মোঃ আনোয়ার আলী মোল্যা। তাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আলী মোল্যা বলেন, চরভদ্রাসন উপজেলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। সাধারণ জনগণ ও ভোটাররা আমার ওপর আস্থা রেখে আমার পক্ষে সমর্থন দিতে প্রস্তুত। আশা রাখি উপজেলার জনগণের স্বতস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমি এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমরা চরভদ্রাসন উপজেলাকে দালাল, সন্ত্রাস, মাদকমুক্ত ও একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, আমার মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা করা, আমি সব সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি সাধ্যমত জনগণের প্রাপ্য সেবা সমস্ত উপজেলাবাসির দোঁড় গোড়াঁয় যাতে পৌঁছাতে পারি সেই জন্য আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি দেওয়ার জন্য আহ্বান করছি।

তিনি এসময় আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নসহ এলাকার রাস্তা-ঘাট নির্মাণ, মেরামত, রক্ষনাবেক্ষণ, স্যানিটেশন-পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য-শিক্ষা প্রসারে কাজ করা, জনস্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণ, নারী নির্যাতর রোধে সচেতনতা সৃষ্টির বিষয়ে উপজেলা পরিষদের গৃহিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জোর ভূমিকা রাখতে চাই।  

Bootstrap Image Preview