Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


পিরোজপুর শহরের ক্লাব রোডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটোনায় কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি রেক্সিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে রেক্সিনের দোকান, ফলের দোকান, ঔষদের ফার্মেসি, বইয়ের লাইব্রেরি এবং সেলুন।

পিরোজপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অভিযোগ করেন, সঠিক সময় বিদ্যুতের লাইন বন্ধ না করায় ফায়ার সার্ভিসের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।

Bootstrap Image Preview