Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওসির হস্তক্ষেপে ছেলেদের অবহেলার শিকার বৃদ্ধা ফিরে পেল বসতভিটা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় দুই ছেলের অবহেলা শিকার রেখা বেগম ফিরে পেয়েছে নিজ ভিটাবাড়ি। রেখা বেগম উপজেলার পারসাইল গ্রামের মৃত আখের আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আপোষনামা করে ছেলেদের জিম্মায় দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর নাজমুলের বাড়িতেই চলছিলো বৃদ্ধার একাকি জীবন। কিন্তু ছেলে ও ছেলের বউয়ের অত্যাচার অবহেলার শিকার হয় বৃদ্ধা রেখা বেগম। আশ্রয় নেয় আরেক ছেলে নাজিরের ঘরে। কিন্তু দুই ছেলে দেখভাল না করায় স্থান হয় ভাই শফির বাড়িতে।

বিষয়টি জানতে পেরে সিংড়া থানার ওসি মনিরুল ইসলামের নির্দেশে এসআই আহসানুজ্জামান তদন্ত করে দুই ছেলেসহ বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তারপর উপযুক্ত আপোষ নামা করে ছেলেদের জিম্মায় মুচলেকা দিয়ে বৃদ্ধাকে তার নিজ ভিটা ফিরিয়ে দেন।

Bootstrap Image Preview