Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মোঃ জয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার (নৌকা) অপর দিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. পারভেজ হোসেন সরকার (আনারস) প্রতীক পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ (তালা) ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির  (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্র নেত্রী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন এর সহধর্মিনী মোসাম্মৎ নাছিমা আক্তার (বৈদ্যুতিক পাখা), উপজেলা যুবমহিল লীগের আহ্বায়ক মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নাহার পারভিন (পদ্মফুল), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা (কলস), সাকিলা পারভিন (প্রজাপতি) ও ছালেহা (হাঁস) প্রতীক পেয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রার্থীদের উপস্থিতিতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে একই প্রতীক একাধিক প্রার্থীর ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview