Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ হাজার টাকায় কেনা যাবে নতুন শাওমি ফোন, চার্জ থাকবে ১৫ দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শক্তিশালী ব্যাটারি এবং ব্যাটারি সাশ্রয়ী প্রসেসরে এলো নতুন শাওমি ফোন। মডেল শাওমি রেডমি নোট সেভেন। এতে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। শাওমি দাবি করছে তাদের নতুন এই ফোন একচার্জে টানা ১৫ দিন সচল থাকবে।  

১৮ মার্চ থেকে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। চীনের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ ইয়েন যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ২০০শত ৬২ টাকা। 

ফোনটি বাজারে আসার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে বাজার গরম করার কাজ শুরু করেছেন রেডমির প্রধান লু ওয়েবিং। 

রেডমির অফিশিয়াল উইবো অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে রেডমি সেভেনে থাকবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

গত সপ্তাহে টিইএনএএ সার্টিফিকেশন ওয়েবসাইটে রেডমি সেভেনের স্পেসিফিকেশন প্রকাশ করা হয়। ওই সার্টিফিকেশন ওয়েবসাইটে রেডমি সেভেন ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

এই ফোনে থাকছে ৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে এবং অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম।

আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন রেডমি সেভেন। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ফোনের ভিতরে থাকছে অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ২ জিবি, ৩ জিবি র‌্যাম  এবং  ৪ জিবি র‌্যাম। এর সঙ্গে বিল্টইন মেমোরি থাকছে যথাক্রমে ১৬, ৩২ এবং ৬৪ জিবি। ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ।

Bootstrap Image Preview