Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এত সুন্দর সুষ্ঠু নির্বাচন এরা বর্জন করল?

শাহ্‌রিয়ার নিশান
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাহ্‌রিয়ার নিশান।।

ডাকসু নির্বাচনে সবচেয়ে লাভবান হয়েছে কোন দল? উত্তর যাই হোক, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নীরবে নিভৃতে আনন্দে আত্মহারা জামায়াত শিবিরই। ডাকসুর নির্বাচনের মধ্যে দিয়ে জামায়াত-শিবিরকে সবচেয়ে লাভবান করা হয়েছে।

ভিপি নির্বাচিত হওয়া কে এই নুরু? আপনার মনে কেমন কেমন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুতে এমন একটি নির্বাচন সংগঠিত হয়েছে যে নির্বাচনকে সকল দলই বর্জন করেছে! শুরুতে পুনরায় নির্বাচনের বিপক্ষে থাকলেও ভোররাত থেকে সাধারণ শিক্ষার্থীদের কাতারে এসে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ছাত্র সংগঠন ছাত্রলীগ। তারা এখন একাই রাজপথ দখল করেছে। তাদের অধিকার আদায়ের শ্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়।

সত্যিই তো ছাত্রলীগ এর সাথে এমন অমানবিক আচরণ একেবারে উচিত হয়নি। ছাত্রলীগ তো আর দুর্বল সংগঠন না। আর তাদের ভদ্রতার সুযোগ নিয়ে কিনা ভোট জালিয়াতি করে নুরুকে ভিপি ঘোষণা করল ঢাবি কর্তৃপক্ষ! যদিও শোভন সাহেব গতকাল নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেই বলেছেন, পুনরায় নির্বাচনের দাবি হাস্যকর। ঘড়ির কাটার এদিক সেদিকে প্রকৃতিই তাকে খাঁদের মাঝে ফেলে দিয়েছে। তাই এখন হয় তো উনার নিজের কথা নিজের কাছে হাস্যকর মনে হচ্ছে। নিজেদের বিরুদ্ধে তো আর যুদ্ধ করা যায় না।

তাহলে কি ঘরের শত্রু বিভীষণ? ছেলেদের হলে সুষ্ঠু ভোট হলেও শুধুমাত্র মেয়েদের ২টা হলে বিতর্ক সৃষ্টি করা হলো কেন? হতে পারে সাধারণ ছাত্রদের ভোট নিজেদের পক্ষে নিতে শক্তিশালী কোন গ্রুপের পূর্ব নির্ধারিত সাজানো ঘটনা।

তবুও বলতে হয় যে নির্বাচন কেউই মানছেন না, সে নির্বাচন বাতিল করে আবার নতুন করে ভোট গ্রহণ সমস্যা সমাধানের একমাত্র অ্যান্টিবায়োটিক। তবে ভিসি সাহেবের দৃষ্টিতে ইহা দিনের আলোর মত একটি পরিচ্ছন্ন নির্বাচন। যা চিরস্মরণীয় হয়ে থাকবে সবার অন্তরে।

আহা। দীর্ঘ ২৮ বছর পর এত সুন্দর সুষ্ঠু নির্বাচন এরা বর্জন করল?

আবর্জনা বেশি নাড়াচাড়া করলে দুর্গন্ধ বেশি ছড়ায়! ভিসি সাহেবকে ১০ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা আর চপের শুভেচ্ছা জানাতেই পারেন!

এখন প্রয়োজন শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করা। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যদি নির্বাচন নিয়ে সহিংসতা জিইয়ে রাখা হয় তবে পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র সংসদেও তা সংক্রামিত হতে পারে। অতএব সকলের মঙ্গল চিন্তা করে শান্তিপূর্ণ অবস্থানে আসবে ঢাবি সেই প্রত্যাশাই করছি।

লেখক: সহকারি সম্পাদক, বিডিমর্নিং

Bootstrap Image Preview