Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে মাদক-জঙ্গিবাদ-ইভটিজিং বিরোধী সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ঢাকার ধামরাইয়ে বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেই।

গতকাল (১০ মার্চ) সোমবারের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন শাহ মিজান শাফিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, রাকিবুল খান, তাহমিদুল ইসলাম, ওসি দীপক চন্দ্র সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আয়ুব, এস ডি আই এর নির্বাহী পরিচালক সামছুল হক।

এসময় বক্তরা শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল ও ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন  করেন।

এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে।

Bootstrap Image Preview