Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারো শোকের ছায়া ঢালিউডে, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সাইফুল আজম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


চলে গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাশেম। আজ সকাল ৯ টায় রাজধানীর এ্যপোলো হাসপতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক।

এস এ হক অলিক জানিয়েছেন, গত ১ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে হাসপতালে ভর্তি হয়েছিলেন সাইফুল আজম কাশেম। ২ মার্চ উনার মস্তিষ্কের অপারেশন করা হয়। তবে আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অলিক আরো জানিয়েছেন, আজ সোমবার বাদ আসর এফডিসিতে উনার মরাদেহ আনা হবে। এখানে জানাযার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সাইফুল আজম কাশেম পরিচালিত বেশকিছু দর্শকপ্রিয় ছবি রয়েছে। এগুলো হচ্ছে ‘অন্তরালে’, ‘সোহাগ’, ‘ঘরসংসার’, ‘বৌরাণী’, ‘সানাই’, ‘ধনদৌলত’, ‘দুনিয়াদারী’, ‘হালচাল’, ‘ভরসা’, ‘স্বামীর আদেশ’, ‘ত্যাজ্যপুত্র’ ইত্যাদি। 

প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো তার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকের ছায়া চলচ্চিত্র পাড়ায়।

Bootstrap Image Preview