Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview


'দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি' এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

রবিবার (১০ মার্চ) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। 

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এছাড়াও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে সেটাকে মোকাবিলা করতে হবে তা মহড়ার মাধ্যমে জনসচেতনতা করেন সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সবার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস.এম ছিদ্দিক প্রমুখ। 
 

Bootstrap Image Preview