Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সদরঘাটের বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডিঙ্গি নৌকাডুবির ঘটনায় নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও শাহিদা বেগম (৩০) নামে একজন নিখোঁজ রয়েছেন। 

রবিবার (১০ মার্চ) সকাল ৮টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিন তারাবুনিয়া কিরননগর উচ্চ বিদ্যালয় মাঠে পর পর দু'দফায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। 

স্থানীয়ভাবে জানা যায়, শনিবার রাত ২টায় অ্যাম্বুলেন্সে করে নিহত দেলোয়ার (৩২), তার স্ত্রী জামসেদা বেগম (২৫), ছেলে জোনায়েদ (৬), নিখোঁজ শাহিদার দুই মেয়ে মীম (৮) ও মাহিরের (৬) মরদেহ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের দক্ষিন তারাবুনিয়ায় পৌঁছায়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিজে উপস্থিত থেকে নিহতদের পরিবার ও স্বজনদের সান্তনা দেন এবং সকল কাজের তদারকি করেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, শোকহত পরিবারকে সান্তনা দেয়ার মতো ভাষা আমাদের নেই। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করছি।

উল্লেখ্য, ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ আসছিলেন চাচাতো ভাই শাহজালাল ও বোন জামসেদার পরিবারের ৭ জন। সদরঘাটে নৌকা দিয়ে লঞ্চে ওঠার সময় সুরভী-৭ নামে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

পরে আহত অবস্থায় শাহজালালকে (৩৮) উদ্ধার করা হলেও নিখোঁজ হয় তার স্ত্রী শাহিদা বেগম (৩০), দুই মেয়ে মীম (৮) ও মাহি (৬), বোন জামসেদা (২৫), তার স্বামী দেলোয়ার (৩২) ও ছেলে জোনায়েদ (৬)। এদের মধ্য ৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত শাহিদা বেগমের খোঁজ পাওয়া যায় নি।

 

Bootstrap Image Preview