Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় নৌকার অফিসে আগুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ মার্চ) গভীর রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলোয়া গ্রামে আ.লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের নৌকার নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে বুধবার রাত থেকে সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন আ.লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক।

আ.লীগ মনোনীত প্রার্থী শফিক বলেন, নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাওয়ায় নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সেখানে শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার পোড়ানো হয়েছে। আর এই কাজ আ.লীগের প্রতিপক্ষ দোয়াত কলমের লোকজন করেছেন বলে তিনি দাবি করেন।

নৌকার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নৌকার পোস্টার ছিড়ে নদীতে ফেলা হচ্ছে এবং দু'একটি নৌকার নির্বাচনী অফিস দখলসহ আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। তারপরও তিনি আশা করেন সাধারণ মানুষ ভোট দিতে পারলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

এ দিকে আজ শনিবার সকালে বেলোয়ায় আগুনে পুড়িয়ে দেয়া নৌকার অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview