Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে আসছে ট্রিপল রিয়ার ক্যামেরাসহ হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লঞ্চ হল হুয়াওয়ের পি স্মার্ট প্লাস ২০১৯ । এই ফোনের প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা আর কিরিন ৭১০ চিপসেট। গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার কথা থাকলেও পি স্মার্ট ২০১৯ ফোনে সামান্য কিছু পরিবর্তন করে লঞ্চ হয়েছে হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯। এই ফোনে থাকছে ৩,৪০০ এমএএইচ ব্যাটারি আর ৬.২১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯ ফোনে ডুয়াল ক্যামেরা থাকলেও পি স্মার্ট প্লাস ২০১৯ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে পি স্মার্ট প্লাস ২০১৯। কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হবে এই ফোন। তবে এই ফোনের দাম জানা যায়নি। ডিসেম্বর মাসে ২৪৯ ইউরো যা বাংলাদেশি টাকা (প্রায় ২৩,৪৫০ টাকা) দামে লঞ্চ হয়েছিল হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯।

হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯ স্পেসিফিকেশান

হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯ ফোনে এনড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ইএমইউআই৯ স্ক্রিন। এই ফোনে রয়েছে ৬.২১ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে ২.২ গিগা হার্টজ হাই সিলিকন কিরিন ৭১০ অক্টাকোর চিপসেট। ৩ জিবি রেম আর ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯ তে।

ছবি তোলার জন্য হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯ এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯ ফোনে রয়েছে ৩,৪০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটির জন্য হুয়াওয়ে পি স্মার্ট ২০১৯ ফোনে থাকছে ৪জি ভোল্ট, এনএফসি, ব্লুটুথ ভি৪.২, ওয়াইফাই ৮০২.১১এ/বি/জি/এন/এসি, ইউএসবি ওটিজি,এফএম রেডিও, জিপিএস আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Bootstrap Image Preview