Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২১ | ৭ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল ইসলাম (১১) নামের এক মাদরাসাছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) উপজেলার নানুপুর গাউছিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলামের বাড়ি বাঁশখালী উপজেলার বানী গ্রামের আহমেদ কবিরের পুত্র। সে নানুপুর গাউছিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার এসআই সাইদুল বলেন, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে নানুপুর গাউছিয়া মাদরাসায় গিয়ে নিহত নুরুল ইসলামের কক্ষ (হোস্টেল রুম) থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় মাদরাসার শিক্ষকরা। চিকিৎসার জন্য তাকে ফাঁস লাগানো অবস্থা থেকে নামানো হয়েছে। তবে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় পাইনি বলে জানান এসয়াই।

নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবু বলেন, নিহত ছেলেটি নাকি মোবাইলের এক মেয়ের সাথে কথা বলেছে। এরপর সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, 'ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।'

Bootstrap Image Preview