Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা

সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান (নৌকা) প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আহত হয়েছে। 

ওই হামলায় স্বতন্ত্র প্রার্থী সমর্থীত আহতরা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসলাম উদ্দিন (৩৫) তারই সহোদর আরকাফ উদ্দিন (২৯) ও একই গ্রামের হাবলু (২৬)। আহতদেরকে রাতেই জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলার বেহেলী বাজারে ওই হামলার ঘটনাটি ঘটেছে।  

মঙ্গলবার (৫ মার্চ) দিনভর গোটা উপজেলা জুড়ে ওই ঘটনার জের ধরে আবারও হামলা ও পাল্টা হামলার আশংকা ছড়িয়ে পড়ে।  

স্থানীয় ভাবে প্রত্যক্ষদর্শীরা জানান, জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীমের মটর সাইকেল প্রতীকের সমর্থনে সোমবার সন্ধ্যায় উপজেলার বেহেলীর ইসলামপুর গ্রাম থেকে কয়েক শতাধিক ভোটার ও সমর্থক মিছিল নিয়ে বেহেলী বাজারে আসে।

বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিলটি নিয়ে পৌছার পর জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ইউসুফ আল আজাদের নৌকা প্রতীকের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে পাল্টা মিছিল বের করার অজুহাতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আহত হন।

চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আল আজাদের নিকট ওই হামলার বিষযে বক্তব্য জানতে মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে বাজারে প্রবেশ করেই আমার ব্যানার-পোষ্টার ছিড়ে ফেলতে থাকলে আমার সমর্থকরা বাধা দিতে গেলে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়।

অপর চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীম বলেন, আমার পক্ষে গণজাগরণ দেখে ভয় পেয়ে গেছেন নৌকার প্রার্থী ও তার সমর্থকরা, এ কারণে তারা ভয়ভীতি দেখাতে এমনকি আমার বিজয় ঠেকাতেই ওই হামলার ঘটনা ঘটিয়েছেন।

মঙ্গলবার রাতে জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম বলেন, হামলার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Bootstrap Image Preview