Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে শেষ মুহুর্তে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি     
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview


সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ ফরিদপুরের চরভদ্রাসনে দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা পছন্দের প্রতীক নিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে উপজেলা জুড়ে রাত দিন প্রচার-প্রচারণায় মাঠ চোষে বেড়াচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে একজন মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও এ বছর উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন সহ সর্বমোট ২২জন প্রার্থী দলীয় ও তাদের পছন্দের প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সোমবার বিকালে সদর বাজারের এক বুক হাউজ ব্যবসায়ী বলেন, উপজেলায় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরণের ভোটের গান ও স্লোগানে হাট-বাজার সহ গ্রাম, গঞ্জের, আনাচে, কানাচে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে কর্মীরা মেতে উঠেছে।

একইদিন বিকালে সদর ইউনিয়নের সাবেক ইউপি’ চেয়ারম্যান ও (কাপ-পিরিচ) প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছত্তার শেখ বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আমরা শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পরছি। তিনি আরো বলেন, যদি জনগণ চায় তাহলে আগামী ১৮মাচ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমার জয় নিশ্চিত বলেও তিনি জানান।

এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মীদের নির্বাচনের পদচারণায় হাট, বাজারের চায়ের দোকান, ক্লাব, সমিতির অফিস, গ্রাম, গঞ্জসহ সরগরম হয়ে উঠেছে উপজেলার নির্বাচনী মাঠ।    

Bootstrap Image Preview