Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোনকে উত্যাক্ত করায় বাধা, উল্টো ভাইকে প্রাণনাশের হুমকি

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:৪০ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


নিজের বোনের উত্যাক্তকারীকে সাবধান করায় রনি দেব নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দিয়েছে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার উত্তক্তকারী যুবক শিবতোষ পাল। শিবতোষ পাল নিশ্চিন্তপুর এলাকার সুরঞ্জন পালের ছেলে। এ ঘটনায় রনি দেব বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার নিশ্চিন্তপুর এলাকার রনি দেবের বোনকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে একই এলাকার বখাটে যুবক শিবতোষ পাল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বখাটে শিবতোষ পালকে একাধিকবার সাবধান করলেও উল্টু ভুক্তভোগী পরিবারকেই প্রাণনাসের হুমকি দিয়েছে বখাটে শিবতোষ। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা যায়।

রনি দেব জানায়, শিবতোষ দীর্ঘদিন ধরে তার বোনকে উত্যাক্ত করে আসছে এবং কুপ্রস্তাব দিয়ে আসছে। শিবতোষের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে তার বোনের নামে বিভিন্ন আপত্তিকর লেখা এবং এডিট করা কুরুচিপূর্ণ ছবি শেয়ার করে তাদের পরিবারের সন্মানহানি করে আসছে।

রনি জানায়, আমি ফোন করে তাকে এসব অপপ্রচার না করার জন্য অনুরোধ করায় বখাটে শিবতোষ আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে দেখে নেবে বলে চেলেঞ্জ করে। তাই বাধ্য হয়ে আমি নিরাপত্তা এবং আমার বোনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সমস্ত অশালীন পোস্ট দিয়ে আমার পরিবারের সন্মানহানি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে বিধায় আমি বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় বখাটে শিবতোষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয় শিবতোষ এ প্রতিবেদককে জানায়, ঐ মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তার পরিবারের চাপে পড়ে সে এখন আমার বিরুদ্ধে কথা বলছে। তাই রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে এসব ছবি ছেড়েছি বলে স্বীকার করে শিবতোষ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে এক জন অফিসারকে এ বিষয়টি তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview