Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, হতাহতের খবর জানা যায়নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীসহ আশে পাশের এলাকাগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। এবার ঢাকার অদূরে আশুলিয়ায় একটি বিপণী বিতানের নিচ তলায় অবস্থিত ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ সোমবার(৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটের পঞ্চম তলা একটি বিপণী বিতানের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ নিচতলার একটি ঝুটের গুদাম ঘর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর সেখান থেকে আগুন দ্রুত মার্কেটের নিচতলায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

Bootstrap Image Preview