Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সংসদ সদস্য ছলিম উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


নওগাঁর বদলগাছীতে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের বিরুদ্ধে উপজেলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বিভিন্ন জায়গায় জনসভা ও পথসভায় বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আবু খালেদ বুলুর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।

এ নিয়ে গত শুক্রবার উপজেলার সহকারী রিটানিং ও নির্বাচন অফিসারের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম খাঁন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম খাঁন আধাইপুর ইউনিয়ন পরিষদে দুই দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে উপজেলায় 'ফাটাকেষ্ট' হিসাবে পরিচিত। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে কোন মনোনয়ন চাননি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে এই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে আগামী ১৮ মার্চ। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৭৭০। গত ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকে এই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

অভিযোগ বিষয়ে শামছুল আলম খাঁন বলেন, পাহাড়পুর পথসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু খালেদ বুলুর পক্ষে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম ভোট চেয়েছেন। বিষয়টি উপজেলা সহকারী রিটানিং ও নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে বদলগাছী উপজেলার সহকারী রিটানিং ও নির্বাচন অফিসার শফি উদ্দীন শেখ মোবাইলে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার এখন ঢাকায় আছেন। উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে তাকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

Bootstrap Image Preview