Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

থ্রিআর ফোরামে যোগ দিতে দেশ ছাড়লেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলের উচ্চ পর্যায়ের নবম থ্রিআর ফোরামে (High Level Ninth Regional 3R Forum in Asia and the Pacific) অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ বেলা ১১টায় তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

 

থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়, জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং জাতিসংঘের এসডিজি বিষয়ক আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের (United Nations Centre for Regional Development/UNCRD of Division for Sustainable Development Goal) যৌথ উদ্যোগে এ ফোরাম আয়োজন করা হয়েছে। ৪ থেকে ৬ মার্চ ব্যাংকের রয়াল অর্চার্ড শেরাটন হোটেলে এটি অনুষ্ঠিত হবে।
 
উচ্চ পর্যায়ের এ ফারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে থ্রিআর প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করবেন। একই সাথে তারা এশিয়া অঞ্চলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তা বিধান, ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাওয়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।  

ফোরামে শিল্পমন্ত্রী ‘সবুজ জ্বালানি ও শিল্পের চালিকাশক্তি হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রযুক্তির প্রয়োগ: এসডিজি লক্ষ্য ৭, ৯ ও ১২ এর প্রভাব (Technology as a driver for clean energy and green industry towards sufficient economy-implications towards SDG-7, 9 & 12) শীর্ষক প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন।

এছাড়া, তিনি কান্ট্রি ব্রেকআউট সেশনে বাংলাদেশে টেকসই এবং পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে সরকার গৃহিত কার্যক্রম তুলে ধরবেন। তিনি সার্কুলার অর্থনীতি সম্পর্কিত উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের একটি সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন। এতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের কল-কারখানার বর্জ্য হ্রাস, বর্জ্য পরিশোধন ও পুনর্ব্যবহারের লক্ষ্যে বিশ্বব্যাপী অনুসৃত কৌশল এবং ব্যবহৃত সবুজ প্রযুক্তির স্থানান্তরের প্রয়াস জোরদার হবে বলে আশা করা হচ্ছে।  

উল্লেখ্য, থ্রিআর কৌশল হচ্ছে কল-কারখানায় বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস (Reduce), বর্জ্য পুনর্ব্যবহার (Reuse) এবং বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য পুন:প্রক্রিয়াকরণের (Recycle) কৌশল। এর মাধ্যমে উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রাকৃতিক সম্পদ যেমন: পানি, বায়ু ও মাটির পরিমিত ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এ কৌশল বিশ্বব্যাপী উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব সবুজ জ্বালানি ও প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় করছে। এর ফলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর শিল্প-কারখানায় কাঁচামাল অপচয়রোধ এবং পুনর্ব্যবহারের মাধ্যমে শিল্পবর্জ্যকে সম্পদে রূপান্তর করার প্রক্রিয়া বেগবান হচ্ছে। শিল্পমন্ত্রী ৬ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

Bootstrap Image Preview