Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে জমে ওঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা

হৃদয় দেবনাথ, মৌলবীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন পাড়া মহল্লা গ্রামে প্রায় প্রতিদিনই চলছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পথসভা ও মোটরসাইকেল মহড়া।

নতুন বছরের শুভেচ্ছা ও দোয়া চেয়ে পোস্টারে ছেয়ে গেছে গোটা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দেয়াল। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে সমর্থিত প্রার্থী হলেন টানা দুই বারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। অন্যদিকে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কৃষকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আফজল হক।

ভাইস চেয়্যারম্যান হিসেবে মাঠে রয়েছেন তৃণমূলে ব্যাপক জনপ্রিয় বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব লিটন আহমেদ সাজু। তিনি এবার টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তালা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বই প্রতীক নিয়ে মাঠে কাজ করছেন এনামুর রহমান চৌধুরী মামুন।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল মার্কা নিয়ে মাঠে আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, কলস প্রতীক নিয়ে মাঠে আছেন শিরিন আক্তার। এরা সকলেই নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত প্রতীক নিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য টিউবওয়েল প্রতীক নিয়ে বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব লিটন আহমেদ সাজু।

Bootstrap Image Preview