Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্স এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেসরকারি সংগঠন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) আয়োজনে ওয়ার্ল্ড কনফারেন্স-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ‘দায়িত্বশীল নাগরিক-সমৃদ্ধ দেশ’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ অন্ধকার থেকে বেড়িয়ে এসেছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এখন অর্থনৈতিক শক্তি আরো বাড়ানোর সময় আমাদের। আর এই অর্থনৈতিক শক্তি বাড়াতে উন্নয়নের তিনটি অনুসঙ্গ হচ্ছে কৃষি, অভ্যন্তরীণ শ্রমিক ভাইয়েরা ও আমাদের প্রবাসীরা।’

তিনি বলেন, ‘কৃষিতে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশের শ্রমিক ভাইয়েরাও দেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। আর এনআরবি কাজ করছে আমাদের প্রবাসীদের নিয়ে। আমরা চাই দেশে বিনিয়োগ বাড়ুক, আর এই বিনিয়োগ হোক অভ্যন্তরীণ। বাহির থেকে যারা আসবে আসুক। কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগ আমাদের উন্নয়নে বেশি ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন-বিডা চেয়ারম্যান কাজী আমিন, এফবিসিসিআই সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview