Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে যে পাঁচটি অ্যাপ রাখা জরুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview


আধুনিক এই যুগে স্মার্টফোন হাতে নেই এমন মানুষ পাওয়া এখন দুষ্কর। একটি স্মার্টফোন আপনার জীবনের অনেক সমস্যাই সমাধান করে দিতে সক্ষম। দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে অনেক কাজেই আমাদের স্মার্টফোনের প্রয়োজন হয়। এই ধরুন কর্মস্থলে যাওয়ার পথে জরুরি কোন ইমেইল আসলো আপনার কাছে, স্মার্টফোন হাতে থাকলে নিমেষেই পড়ে ফেলে উত্তর দিতে পারবেন। দরকারি ফাইল ফোন থেকে অফিস পাঠিয়ে দিতেও এখন আর অফিসে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা নেই, আছে গুগল ড্রাইভ/ড্রপ বক্সের মত অনেক ক্লাউড স্টোরেজ সার্ভিস। জেনে নিন এমনই কিছু অ্যাপের নাম যা ফোনে না থাকলেই নয়।

ফোনে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা থাকার পরও ছবি ওঠে একটাই। তাই ছবি তোলার সময় কেমন লাগছে নিজেকে, দেখতে ডাউনলোড করুন ফ্রন্টব্যাক অ্যাপ। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা একসঙ্গে কাজ করবে। একটা ছবি নয়, উঠবে দুইটি ছবি।

ডিট্টি

একের পর এক মেসেজ লেখা বা অডিও মেসেজ কে পাঠাতে চায়। তাই ডাউনলোড করুন ডিট্টি অ্যাপ। এই অ্যাপ আপনার টাইপ করা মেসেজ বদলে যাবে একটি গানে।

মুডিজ ইমোশনস অ্যানালিটিকস

মন ভাল নেই আবার প্রিয়জনকে বোঝাতে পারছেন না মনের ভিতরে কী চলছে? সমাধানে ডাউনলোড করুন মুডিজ ইমোশনস অ্যানালিটিকস। মাত্র ২০ সেকেন্ড নিজের মনের কথা জানান অ্যাপে। আপনার কথা বলার ভঙ্গিমা, উচ্চারণ, শব্দ শুনে বুঝে ফেলবে আপনার মুড ঠিক কেমন এবং তা শেয়ারও করতে পারেন ফেসবুক-ইনস্টাতে।

এভরিডে

আপনার ফোনে কী কী চলছে তা জানতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। আর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন এভরিডে। টু-ডু লিস্টে রেখে দিতে পারেন ফোন রিচার্জের তারিখ থেকে শুরু করে ইলেকট্রিক বিল জমা দেয়ার তারিখ। রিমাইন্ডার, ভয়েস নোটেও সেভ রাখতে পারেন মেসেজে।

টানেলবিয়ার ভিপিএন

যদি কোনো সাইটে প্রবেশ করতে না পারেন তবে ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। এমন কি দেশের বাইরের বন্ধ থাকা বিভিন্ন সাইটেও প্রবেশ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

Bootstrap Image Preview