Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বুধবার শেষ দিনে চেয়ারম্যান পদে একজন মনোনয়ন প্রত্যাহারের সিন্ধান্ত নিলেও বাকি সব প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক হাতে পেয়ে নিজ নিজ জায়গা থেকে প্রচার-প্রচারণা অব্যাহত রেখে চলেছেন।

এদিকে, প্রার্থীরা নিজেদের ভোটের পাল্লা ভারী করতে উপজেলা জুড়ে রাত দিন করে মাঠ চোষে বেড়াচ্ছেন। ফলে উপজেলার গ্রাম, গঞ্জের, হাট বাজারসহ আনাচে কানাচে নির্বাচনী হাওয়ায় মাঠ-ঘাট সরগরম হয়ে উঠেছে। তবে এ বছর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নির্ধারণ থাকায় উপজেলার প্রায় ২৫ শতভাগ ভোটাররা নিরব ভূমিকা পালন করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায় জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জটিলতা কাটিয়ে ও মনোনয়ন প্রত্যাহার শেষে এ বছর উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ সর্বমোট ২২জন প্রার্থী দলীয় ও তাদের পছন্দের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অপরদিকে, নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইতে ব্যস্ত সময় পার করে চলেছেন। সেই সাথে বিভিন্ন দলের প্রার্থী ও কর্মীদের নির্বাচনের পদচারণায় হাট, বাজারের চায়ের দোকান, ক্লাব, সমিতির অফিস, গ্রাম, গঞ্জসহ সরগরম হয়ে উঠেছে উপজেলার নির্বাচনী মাঠ। 

Bootstrap Image Preview