Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরার কৃষি মেলায় ৪২ কেজি ওজনের কুমড়া

মাগুরা  প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


একটি কুমড়ার ওজন ৪১ কজি ৯০০ গ্রাম। মানে প্রায় ৪২ কেজি। মাগুরা শহরের নোমানী ময়দানে চলমান ৩ দিনের কৃষি মেলার একটি স্টলে প্রদর্শিত হয় এই কুমড়াটি।

মাগুরা সদর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মাগুরা শহরের ইসলামপুর পাড়ার দৃষ্টি প্রতিবন্ধী যুবক রবিউল ইসলাম এই বিশেষ জাতের কুমড়ার আবাদ করেছেন সদর উপজেলার ইছাখাদায় নিজের জমিতে। তার কাছ থেকে কুমড়াটি ১৪৩০ টাকায় কিনে এটি মেলায় উপস্থাপন করেছেন শহরের নিজনান্দুয়ালীর আব্দুর রাজ্জাক ও সদরের শ্রীরামপুরের পিকুল মিয়া। কুমড়াটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মেলায় ভিড় করে।

কুমড়াটির চাষি রবিউল ইসলাম জানান, তার ছোট ভাই শরিফুল ইসলাম কিছুদিন আগে এই কুমড়ার কয়েকটি বীজ ঢাকা থেকে তাকে এনে দেন। যা তিনি সদর উপজেলার ইছাখাদায় থাকা কৃষি ক্ষেতে রোপন করেন। এসব গাছের মধ্যে একটি গাছে বড় আকৃতির এই কুমড়াটি হয়েছে। অন্য কুমড়াগুলো স্বাভাবিক আকারের হয়েছে। এটির জাতের সুনির্দিষ্ট নাম তার জানা নেই।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘এটি স্থানীয় জাতের কুমড়া। স্থানীয জাতের এ ধরণের সবজির মধ্যে কোন কোনটি আকস্মিকভাবে এরকম বড় হয়ে যায়। এটির বীজ সংরক্ষণের জন্য প্রদর্শনকারিদের বলা হবে’।  

প্রসঙ্গত, মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্যোগে চল ৩ দিনের এ মেলা। এবারের মেলায় বিভিন্ন স্টলে মাগুরার মাঠে উৎপাদিত সবজি নানা তথ্য উপাত্ত উপস্থাপিত হচ্ছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। বৃহস্পতিবার ছিল মেলার শেষ দিন। 

Bootstrap Image Preview