Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় বজ্রপাতে কৃষক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরের সিংড়া উপজেলার শালমারা গ্রামে বজ্রপাতে আব্দুল মমিন আকন্দ (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার সময় বাড়ির পাশে মাঠের মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মমিন শালমারা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

ইটালি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম জানান, কৃষক আব্দুল মমিন বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় আকাশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে দেখে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদসদ্য মকলেছুর রহমান জানান, বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে জমির ধারে তার লাশ পড়ে ছিল, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে তার শরির ঝলসে গেছে। বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। পরে বিষয়টি তাৎক্ষনিক ইউএনওকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সরকারিভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং শুকনো খাবার দেয়া হয়েছে।

Bootstrap Image Preview