Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


মাদারীপুরে আধপিত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহেব আলী মাতুব্বর (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরও অন্তত ৬ জন আহত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহবে আলী একই এলাকার মৃত আবদে আলী মাতুব্বররে ছেলে।

পুলিশি সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে আধিপত্য বিস্তারকে নিয়ে কালকিাপুর ইউনিয়নের চায়ারম্যান এজাজুর রহমান আকনের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহবে আলী মাতুব্বররে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পাচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় একা পেয়ে এজাজ আকনের লোকজন শাহবে আলী মাতুব্বরের উপর হামলা চালায়।

এ খবর আশেপাশে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে শাহেব আলী মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরদিপুর মেডিকেলে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল সরকার বলেন, আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। আহত অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview