Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্তমান সরকারের সামনে ৫টি বড় চ্যালেঞ্জ রয়েছেঃ সাবেক তথ্যমন্ত্রী

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


সাবেক তথ্যমন্ত্রী, জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এই মেয়াদে বর্তমান সরকারের সামনে ৫টি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে- দুর্নীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর করা, রাজাকার-জামাতের পুনরুত্থান ও সকল চক্রান্ত আটকে দেয়া এবং বিজয়কে সংহত করা। আর গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে গণমাধ্যমের অত্যন্ত জোরালো ভুমিকা দরকার বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরায় জেলা জাসদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলেন তিনি। 

হাসানুল হক ইনু মাগুরা শহরের আদর্শপাড়ায় কেন্দ্রীয় জাসদ নেতা জাহিদ আলমের বাসায় জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় করেন। পরে ঢাকায় ফেরার পথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের কর্মীদের নামে মামলা, হামলা, আটক ও হয়রানির বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আপনারা নির্ভয়ে সমালোচনা করুন। দেশের কোথাও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না। আর আইসিটি অ্যাক্ট কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার ক্রিমিনালদের জন্যে। সাংবাদিকদের ভয়ের কোন কারণ নেই। 

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা এমএ আওয়াল, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। 

                         
 

Bootstrap Image Preview