Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুকনগরে বৃষ্টিতে আবারও শীতের আমেজ

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview


শীত শেষ হয়ে এখন বসন্ত। কিন্ত ফাল্গুনের বৃষ্টিতে চুকনগরে আবারও ফিরে পেয়েছে শীতের আমেজ।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। যা এখনো চলছে গুড়ি গুড়ি। 

বেশ কয়েকদিন ধরে চুকনগরের মানুষ গরমে অতিষ্ঠ হলেও এখন পড়েছে জলাবদ্বতার কবলে। রাত থেকে বৃষ্টি শুরু হয়ে এখনো আকাশ মেঘলাসহ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। 

চুকনগরের এক হোটেল মালিক আফজাল জানান, মধ্যরাত থেকে হঠাৎ হালকা থেকে মাঝারি বাতাস বয়ে যেতে থাকে। তার পরপরই বিদ্যুৎ চমক ও মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে থেকে বিদ্যুৎ চমক ও মেঘের গর্জন চলতে থাকে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এসময় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কালবৈশাখী ঝড় আসবে এমন প্রভাবে এ বৃষ্টিপাত। 
 

Bootstrap Image Preview