Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সমাপ্তির পথে গুরুদাসপুরের ড্রেনেজ নির্মাণ কাজ 

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ প্রায় সমাপ্তির পথে।

জলবায়ু পরিবর্তনজনিত যে কোন প্রভাব মোকাবেলার জন্য পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী ২০১৭ সালের ১২ জুন ওই ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পৌর সভার প্রকৌশলী মো. সেলিম রেজা জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফাণ্ডের ২ কোটি টাকা বরাদ্দ নিয়ে পৌর এলাকায় ড্রেনেজ নির্মাণের প্রকল্প শুরু হয়। এ বছরের জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

পৌর সচিব হাফসা শারমিন জানান, গুরুদাসপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে রোকেয়া স্কুল এন্ড কলেজ মোড় হয়ে খামার নাচকৈড় নন্দকুজা নদী পর্যন্ত ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ১.৩ মিটার প্রস্থের ওই ড্রেন নির্মাণ কাজের শতকরা প্রায় ৮৫ ভাগ সম্পন্ন হয়েছে।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, ড্রেন নির্মাণ প্রকল্পের পরই পৌর এলাকার ভাঙা সড়কগুলো নতুন করে নির্মাণ কাজ শুরু করবো। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এলাকা জুড়ে ড্রেনেজ ব্যবস্থা থাকুক এটা গুরুদাসপুরবাসীর অনেক দিনের কাঙ্খিত চাওয়া ছিল। সেই চাওয়া বাস্তবায়ন হচ্ছে। মানুষের সকল চাওয়ার পাওয়ার অবসান ঘটিয়ে সুখ-দুঃখে এভাবেই তাদের পাশে থাকতে চান বলে আশা ব্যক্ত করেন তিনি।  

Bootstrap Image Preview