Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে গম চাষ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


নওগাঁর বদলগাছীতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৭'শ ৮০ হেক্টর অধিক জমিতে গম চাষ করা হয়েছে। সরেজমিনে বদলগাছী উপজেলার মথুরাপুর, বালুভরা, আধাইপুর, পাহাড়পুর, মিঠাপুর কোলা, বিলাসবাড়ী ও বদলগাছী ইউনিয়নের মাঠ ঘুরে পর্যাপ্ত পরিমাণ গম চাষের এই দৃশ্য দেখা গেছে।

কোলা ইউনিয়নের কৃষক আজাহার আলী বলেন, বর্তমান ফসল উত্তোলনের সময় বাজারে ধানের দাম কম থাকায় ধান উৎপাদন করে খরচের টাকা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। বাজারে ধানের দামের থেকে গমের দাম বেশি থাকায় ও গম চাষে কম খরচ করে লাভ অনেক বেশি হওয়ায় এই উপজেলার কৃষকরা গম চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে।

আধাইপুর ইউনিয়নের কৃষক ইউনুছার রহমান বলেন, বদলগাছী কৃষি অধিদফতর থেকে এলাকার কৃষকদের গম চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ সভা করছে। পাশাপাশি বাজারে ধানের দাম অনেক কম। যার ফলে এলাকায় এবার গম চাষাবাদের সংখ্যা অনেক বেড়েছে ।

তিনি আরও বলেন, বিশেষ করে চারা অঞ্চলে গম চাষের সংখ্যা অনেক বেশি বেড়েছে।

বদলগাছী ইউনিয়নের কৃষক জিল্লু, খাজামুদ্দীন ও রহমত বলেন, আমরা গম চাষাবাদ প্রায় তুলে দিয়েছিলাম কিন্তু বর্তমান বাজারে ধানের দাম অনেক কম আর গমের দাম বেশি থাকায় আমরা আবারও এ ফসলের দিকে ঝুঁকে পড়েছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় গম চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৭'শ ২০ হেক্টর আর অর্জিত হয়েছে ১ হাজার ৫'শ হেক্টর। যা চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭'শ ৮০ হেক্টর জমিতে গম চাষাবাদ বেশি হয়েছে।

গম চাষে কম খরচ করে অধিক লাভের আশায় অন্যান্য ফসলের তুলনায় গম চাষাবাদ বেশি করছে এ উপজেলার কৃষকরা। কয়েক বছর থেকে উত্তোলনের সময় বাজারে ধানের দামের তুলনায় গমের দাম অনেক বেশি থাকায় কৃষকদের এ ফসল চাষাবাদে আরও আগ্রহ বাড়ছে। 

বদলগাছী উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, গম চাষাবাদে এলাকার কৃষকদের আগ্রহ বাড়ছে। কারণ আমি এ উপজেলায় যোগদানের পর থেকেই গম চাষ বৃদ্ধি করতে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে কৃষকদের নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কৃষি অধিদফতর থেকে উদ্বুদ্ধকরণ সভা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছি। তাই কয়েক বছর থেকে গম চাষাবাদ বাড়তে বাড়তে তা এ বছর এসে দাঁড়িয়েছে ১ হাজার ৫'শ হেক্টরে।

তিনি আরও বলেন, চলতি বছরে আবহওয়া অনুকূলে থাকলে গমের বাম্পার ফলন হবে। 

 

Bootstrap Image Preview