Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ, ১৫ দিন পর জানা যাবে পরিচয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


রাজধানী চকবাজারে আগুনে পুড়ে যাওয়া মরদেহ ৬৭ জনের মধ্যে ৪৮ জনের লাশ শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত ১৯ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আর এই অশনাক্ত লাশগুলো সঠিক পরিচয় নিশ্চিত করে স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার কাজটি করছে। আর এ জন্য লাশের দাবিদার হিসেবে পরিবার সংশ্লিষ্ট ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মালীবাগে আইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার।

রেজাউল হায়দার বলেন, ১৯ টি মরদেহের মধ্যে ১৪টি মরদেহ শনাক্ত করতে সর্বোচ্চ ১৫ দিনের মতো সময় লাগবে। বাকি ৪টি মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে।

সংবাদ সম্মেলনে থেকে আরো জানানো হয়, ইতি মধ্যে ১৪ টি মরদেহের পেশি সেম্পল সংগ্রহ করা হয়েছে এবং ৫ টি মরদেহের অবস্থা খুবই খারাপ হওয়ায় সেগুলোর হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অগ্নিকাণ্ড স্থলের বিষয়ে সিআইডি কোন পরীক্ষা করবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জানানো,সিআইডির মহাখালীতে কেমিক্যাল ল্যাব রয়েছে। সংশ্লিষ্ট তদন্ত দফতর ফায়ার সার্ভিস যদি আমাদের সহায়তা চায় তাহলে সেসব সেম্পল পরীক্ষায়ও সহায়তা করা হবে।

পরবর্তিতে কোন পরিবার লাশের দাবি জানানোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাওয়া হলে জানানো হয়, ৬৭ টি মরদেহের স্যাম্পলই সি আই ডি সংগ্রহ করে রেখেছে, যুগ যুগ ধরে সংরক্ষিত থাকবে। পরবর্তিতে যদি কেউ দাবি জানায় তাহলে তখন পরীক্ষা করা হবে। তবে এই চ্যালেঞ্জের বিষয়টি অবশ্যই আদালতের মধ্য দিয়ে আসতে হবে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় সনাক্তে ২১ ফেব্রুয়ারি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ৬৭ টি মৃতদেহ থেকে ২৫৬ টি (রক্ত, টিস্যু, হাড় ও বাক্কাল সোয়াব) ডিএনএ নমুনা সংগ্রহ করে। পরে ২৩ ফেব্রুয়ারি একটি বিচ্ছিন্ন পৃথক হাতকে পৃথক আলামত হিসেবে গণ্য করে সেটি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর ফলে মোট সংগৃহীত নমুনার পরিমান দাঁড়ায় ২৫৭টি।

২২ ফেব্রুয়ারি থেকে ঢামেকে স্থাপিত অস্থায়ী বুথের মাধ্যমে লাশের দাবিদারদের কাছ থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮ জন নিকটাত্মিয়ের কাছ থেকে ৩৮টি রেফারেন্স নমুনা সংগ্রহ করে। অশনাক্তদের পরিচয় নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক টিম ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সিআইডির ডিএনএ ল্যাব টিম সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ডিএনএ পরীক্ষা করে অশনাক্তদের পরিচয় শনাক্তের কাজ শেষ করবে।

Bootstrap Image Preview