Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেলের সিটের নিচে পাওয়া গেল ১০ বোতল ফেনসিডিল

সোহেল রানা, (হিলি) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্তে ১০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ করেছে -১৮ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়।  

আজ সোমবার সকালে আনসার ক্যাম্পের সামনে থেকে এগুলো জব্দ করা হয়।

হিলি ১৮ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মমিন উদ্দিন  আজান, হিলি-ঘোড়াঘাট সড়কের হিলি আনসার ব্যাটালিয়ন গেটের সামনে সিপাহী আব্দুল মান্নান ও ওবায়দুল হক জয়পুরহাট হ-১১-০৬৯ একটি মোটরসাইকেল থামালে গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায় পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে এসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়। জব্দকৃত ফেনসিডিলসহ মোটরসাইকেলটি হাকিমপুর থানায় জমা প্রদান করা হয়েছে।  

Bootstrap Image Preview