Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে: মেজর মাজহার

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় সকলকে তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন জোনটির জোনাল স্টাফ অফিসার মেজর মো: মাজহারুল ইসলাম ভূঁইয়া।

বাইল্যাছড়িতে সন্ত্রাসীরা অবস্থান নিলে জোনকে অবহিত করতে স্থানীয় হেডম্যান-কার্বারীদের আহ্বান জানিয়ে বলেন, মাটিরাঙ্গা জোনের আওতায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলবে না।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারীদের নিয়ে নিরাপত্তা সম্মেলনে ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, পৌর কাউন্সিল মোঃ আবুল হাশেম ভুইঁয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, ২২, আনসার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো: সাইফুল ইসলাম, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো: এমরান হোসেন, পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ও পৌর কাউন্সিলর মো: মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview