Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আনসার আল ইসলামের এক সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঝিনাইদহের মহেশপুর থেকে জসিম উদ্দীন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাবলা মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে জসিমকে আটক করে। আটক জসিম বাবলা মাথাভাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার ফারুক হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট, তিনটি সিম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মো: মাসুদ আলম রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক সম্মেলনে এসব তথ্য জানান।

আটক জসিমের বিরুদ্ধে ফেসবুকে সংগঠনের মতাদর্শ প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রতাকে উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। জসিম যশোর চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমী মাদরাসায় ৮ বছর লেখাপড়া করা পর ঢাকার কেরানিগঞ্জ একটি মাদরাসায় ভর্তি হয়। সেখান থেকে সে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শের সাথে যুক্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

Bootstrap Image Preview