Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজারে আসছে অ্যাপল ফোল্ডএবল স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফোল্ডএবল স্মার্টফোন` নিয়ে আলোচনা বহুদিনের। কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং এ প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। তারা যেকোনো সময় ভাঁজ করতে সক্ষম এমন মোবাইল ফোন বাজারে আনবে।

তবে এমন ফোনের বাজারের অংশীদার যদি অ্যাপলও হয়, তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে? হ্যা ঠিক তাই, বলা হচ্ছে, আগামী ২০২০ সালে ভাঁজ করতে সক্ষম এমন ফোন বাজারে আনবে অ্যাপল।

জানা যায়,২০১৮ সালের অক্টোবরেই পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। এর থেকে ধারণা করা হচ্ছে, ফোল্ডএবল আইফোনের জন্য বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে,বুধবার আনুষ্ঠানিকভাবে ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। দুই হাজার মার্কিন ডলারের এ ডিভাইসটি স্মার্টফোনকে নতুন খাতের দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়া সামনের সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৫জি ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। অ্যাপলের পেটেন্টে দেখা গেছে কব্জাযুক্ত একটি পর্দা অর্ধেক বা এক তৃতীয়াংশ ভাঁজ হবে।

পর্দাটি আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ, পরিধেয় ডিভাইস বা মোবাইল অ্যাকসেসরি যে কোনো ডিভাইসেই ব্যবহার করা হতে পারে। অ্যাপলের পেটেন্ট আবেদনে বলা হয়, উন্নত ইলেকট্রনিক ডিভাইস আনতে নমনীয় পর্দা প্রযুক্তির ব্যবহার আকাঙ্ক্ষিত হতে পারে।

Bootstrap Image Preview