Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে নিরবের ‘নিষিদ্ধ’ সিনেমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ নিরব। বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশী চলচ্চিত্রেও তার অভিষেক ঘটেছে। পাঁচ বছর আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। তারপর মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না বলে আদেশ জারি করা হয়।

দীর্ঘ সময় পার হলেও ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে তিন ভাষায় নির্মিত ‘বাংলাশিয়া’ ছবিটি মুক্তি পাবে। ছবির প্রচারণায় অংশ নেওয়ার জন্য আগামী সোমবার (২৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নিরব।

ছবিটি নিষিদ্ধ হওয়ার কারণ কি এমন প্রশ্নের জবাবে নিরব বলেন, ‘পুরো ঘটনাটা এখনই খোলাসা করতে চাই না। তবে এটুকু বলব, ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল, যা মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যায়। তাই সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। শুনেছি, ছবিটি থেকে ৩১টি দৃশ্য বাদ দিতে হয়েছে। সবকিছুর পর গল্পকে ঠিক রেখে পরিচালক ছবিটি মুক্তি দিচ্ছেন। ছবির শেষে বিশ্ববাসীর প্রতি সম্প্রীতির আহ্বান জানানো হয়েছে।’

‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবকে বহুরূপে দেখা যাবে। কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে পর্দায় হাজির হবেন তিনি। এটিকে নিজের চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যতম একটি অর্জন বলে মনে করেন এই অভিনেতা।

নেমউইনের পরিচালনায় ‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা অভিনেত্রী আতিকা সুহাইমি। ছবির অন্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন সাইফুল অ্যাপেক, নেমইউ, ডেভিড।

Bootstrap Image Preview