Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় আ.লীগের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই কমিটির সহ-সভাপতি মজনু মণ্ডলকে মারধরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

শুক্রবার দিবাগত রাতে আলেপ বাদশা সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। 

মামলা সুত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা ও তার লোকজনের সাথে একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজনু মণ্ডলের জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে। 

এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি মাদ্রাসার ইসলামী জালছা উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় মজনু মণ্ডল আসার পথে আলেপ বাদশা ও তার লোকজন পিটিয়ে আহত করে। এসময় মজনু মন্ডলের চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মজনু মণ্ডল বাদী হয়ে শুক্রবার রাতে আলেপ বাদশা সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। 

উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মজনু মণ্ডলকে মারধর করেছে। কিন্ত ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মজনু মণ্ডল নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় আলেপ বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview