Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে শিক্ষকের উপরে বখাটে ছাত্রের হামলা, শাস্তির দাবিতে মানববন্ধন

ফারুক হাসান কাহার, শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানের উপর হামলাকারী ছাত্র আসিফকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অত্র স্কুলের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে মানববন্ধনের আয়োজন করে।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া, সহকারি শিক্ষক মো. আমির হোসেন, রতনকান্দি দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন ও রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. এনামুল হক হিরা।

বক্তারা শিক্ষকের উপর হামলাকারী বখাটে ছাত্র আসিফকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাভৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী বের হবার পূর্বে বখাটে ছাত্র আসিফ ওই স্কুলের ছাত্রীদেরকে উত্যক্ত করলে শিক্ষক কামরুজ্জামান প্রতিবাদ করে তাকে র‍্যালি থেকে বের করে দেয়। ফলে ক্ষিপ্ত হয়ে ছাত্র আসিফ রড দিয়ে এলোপাথারি আঘাত করে শিক্ষকের দাঁত ভেঙ্গে দেয়।

Bootstrap Image Preview