Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলিয়ারচরে ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক আটক

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


কুলিয়ারচরে ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক রুহুল আমিন রাকু নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রাম থেকে ওই প্রতারককে আটক করা হয়। তার আটকের জন্য ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ ওই অভিযানের নেতৃত্বে দেন।

এ সময় বিভিন্ন ফেইক আইডির গোপন পাসওয়ার্ড লিপিবন্ধ করা একটি ডায়েরিসহ ফেসবুক ব্যবহার করা একটি মোবাইল উদ্ধার করে র‌্যাব। 

উদ্ধারকৃত মোবাইলটিতে ওই ফেইক আইডিতে ঢুকে পিএসসি, জিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পোস্ট, ম্যাসেঞ্জার ও ফেসবুক পেইজ লিংকের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করত এবং ভুয়া প্রশ্নপত্র প্রেরণ করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার ঘটনার সত্যতা খুঁজে পায় র‌্যাব সদস্যরা।

ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, দীর্ঘদিন ধরে রুহুল আমিন রাকু ফেসবুকের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

Bootstrap Image Preview