Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ১০ লাখ টাকার কাঠ জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেনীতে অবৈধভাবে পাচারের সময় তিনশ’ ঘনফুট সেগুন ও গামারী কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে ফেনী সামাজিক বন বিভাগের টহলদল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ফেনীর বনবিভাগ কর্তৃপক্ষ জানান, শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা সেগুন ও গামারী কাঠবোঝাই এই ট্রাকটি জব্দ করেছে তারা।

এসময় ড্রাইভার-হেলপার পালিয়ে যান। ফেনীর সামাজিক বনবিভাগের বিশেষ টহল দলের অধিনায়ক আবু তারেক খোন্দকার জানান, কাঠভর্তি ট্রাকের চারপাশে ইট রেখে অভিনব কায়দায় পাচারের সময় টহলদল ট্রাকটি জব্দ করে।

ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিলো। জব্দ করা ট্রাকটিতে প্রায় তিনশ’ ঘনফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দ ট্রাকসহ সেগুনকাঠ, গামারীকাঠ সামাজিক বনবিভাগ ফেনী কার্যালয়ে রয়েছে।

মামলার প্রস্তুতি চলছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

Bootstrap Image Preview