Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবগঙ্গার ওপর শেখ কামাল সেতুর উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


মাগুরায় নবগঙ্গা নদীর ওপর নব-নির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডি মাগুরা’র তত্বাবধানে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া খেয়া ঘাটে ১৭৫ মিটার দৈর্ঘ্য ও ৭.৩০ মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১১ কোটি ৯১ লাখ ১৯ হাজার টাকা। ২০১৫ সনের ১৩ আগস্ট শুরু হয়ে ২০১৮ সনের ৩১ অক্টোবর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী তাসমিন আক্তার।

অনুষ্ঠানে জানানো হয়, সেতুটি নির্মাণের ফলে মাগুরা সদর উপজেলার পারন্দুয়ালী, নিজনান্দুয়ালী বিভিন্ন গ্রামের সাথে জেলা শহরের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। যা এলাকার স্থানীয় জনসাধারণের আর্থ-সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

Bootstrap Image Preview