Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ইয়াবাকারবারী নিহত

 আবছার কবির আকাশ, কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


টেকনাফে বিজিবির ও চোরাকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন (২৫) নামে  এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত  বিল্লাল হোসেন লক্ষীপুর জিএমহাট শাকচর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।  

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে কক্সবাজার ৩৪ বিজিবি কর্তৃক মরিচ্যা চেকপোস্টে মো. বিল্লাল হোসেনকে (২৫) ইয়াবাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে, বিপুল পরিমাণ ইয়াবা শুক্রবার ভোররাতে সাবরাং ইউপির সাবরাং কাটাবুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ  ২ বিজিবি ব্যাটালিয়নের নায়েক মো. হাবিল উদ্দিন ও কক্সবাজার ৩৪ বিজিবির নায়েব সুবেদার মো. ওহিদুল ইসলামের নেতৃত্ব যৌথ টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণ পর একদল ব্যক্তিকে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাকারবারী দলের লোকজন টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে। এতে বিজিবি যৌথ টহলদল আত্নরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। গুলির শব্দ থামার পর ভোরের আলোতে টহল দলের সদস্যরা এলাকায় তল্লাশি করে মো. বেল্লাল হোসেন (২৫) গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Bootstrap Image Preview